নিজস্ব প্রতিবেদক (কে এস ইসলাম)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জন্য (কর্তৃপক্ষ) নতুন করে আরো ২০টি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)যুক্ত হলো এখন মোট বেড ৩৯ টি হল।
বুধবার(২৪ সেপ্টেম্বর)গতসকাল সাড়ে ১১টার এই নতুন ২০টি বেডের উদ্বোধন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান তিনি জানান,আমাদের এখানে পূর্বের বেড ছিল ১৯টি নতুন করে আমরা আরো ২০টি বেড় যুক্ত করা হলো।
এই নিয়ে ঢাকা মেডিকেলে করোনারিকেয়ার ইউনিট(সিসিইউ)বেডের সংখ্যা দাঁড়ালো ৩৯টি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বাইরে এটিই বৃহত্তর সিসিইউ হলো বলেও জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসকগণ ওঢামেক হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ।