এম এ হোসেন :
গত ২৯/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সময়, জুরাইন রেল গেইট হতে কেরাণীগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে কি ম্যান মোঃ বাদশা মিয়া (৪২) ডিউটির উদ্দেশ্যে যাওয়ার পথে রেললাইনের ৫নং রেল ব্রীজ সংলগ্ন ১৭৬ নং পিলারের পাশে সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান। রেলওয়ে কর্তৃপক্ষের মালিকানাধীন স্টিলের গ্রেডিং গুলো কে বা কারা একটি সিএনজিতে তুলছে।ঘটনাস্থলে আনুমানিক ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত ছিল। কি ম্যান মোঃ বাদশা মিয়ার উপস্থিতি টের পেয়ে তারা চোরাই মালামালসহ সিএনজি দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানার মামলা নং- ১৬, তারিখ- ৩০/০৮/২০২৫ খ্রি., ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অদ্য ২৫/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ মোরসালিন (৪৫), পিতা- মৃত বাবুল, সাং- পোস্তগোলা (রাজাবাড়ী), থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোহাম্মদ আলী (৪০),পিতা- মোঃ শাহজাহান, সাং- মসজিদ বেড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা; দুপুর অনুমান ১৫.০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আইনের সহিত সংঘাতে জড়িত ০৩ জন শিশু; অনুমান ১৫.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন কুইচামারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি ১। উজ্জল (৩০),পিতা- মৃত তুতা মন্ডল, ২। মোঃ জিয়া (৪৫),পিতা- মৃত আফসার আলী, উভয় সাং- কামাইরাচর, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর এবং অনুমান ১৫.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ লুৎফর মাদবর (৪০),পিতা- মৃত আব্দুল খলিল মাদবর, সাং- খয়াসপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।