শিরোনাম :
মেডিকেল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি থানার সামনে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকে মৃত্যু বিদ্যুতের পোলে ওয়াইফাইয়ের তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় (যুদ্ধপরাধী) এক কয়েদির মৃত্যু হয়েছে বাবার মৃত্যুর ৫ দিন পরে ছেলে তানভীর না ফেরার দেশে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক শিল্প মন্ত্রীর চিকিৎসাধীন মৃত্যু দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু গেন্ডারিয়ার দয়াগঞ্জে গলায় ফাঁস দিয়ে সেনেটারি মিস্ত্রির আত্মহত্যা ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত কেরানীগঞ্জের মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ র‌্যাব-৪ এর অভিযানে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

রেলওয়ের স্টিল গ্রেডিং চুরি মামলার ০৮ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এম এ হোসেন / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

এম এ হোসেন :

গত ২৯/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সময়, জুরাইন রেল গেইট হতে কেরাণীগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে কি ম্যান মোঃ বাদশা মিয়া (৪২) ডিউটির উদ্দেশ্যে যাওয়ার পথে রেললাইনের ৫নং রেল ব্রীজ সংলগ্ন ১৭৬ নং পিলারের পাশে সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান। রেলওয়ে কর্তৃপক্ষের মালিকানাধীন স্টিলের গ্রেডিং গুলো কে বা কারা একটি সিএনজিতে তুলছে।ঘটনাস্থলে আনুমানিক ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত ছিল। কি ম্যান মোঃ বাদশা মিয়ার উপস্থিতি টের পেয়ে তারা চোরাই মালামালসহ সিএনজি দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানার মামলা নং- ১৬, তারিখ- ৩০/০৮/২০২৫ খ্রি., ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অদ্য ২৫/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ মোরসালিন (৪৫), পিতা- মৃত বাবুল, সাং- পোস্তগোলা (রাজাবাড়ী), থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোহাম্মদ আলী (৪০),পিতা- মোঃ শাহজাহান, সাং- মসজিদ বেড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা; দুপুর অনুমান ১৫.০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আইনের সহিত সংঘাতে জড়িত ০৩ জন শিশু; অনুমান ১৫.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন কুইচামারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি ১। উজ্জল (৩০),পিতা- মৃত তুতা মন্ডল, ২। মোঃ জিয়া (৪৫),পিতা- মৃত আফসার আলী, উভয় সাং- কামাইরাচর, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর এবং অনুমান ১৫.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ লুৎফর মাদবর (৪০),পিতা- মৃত আব্দুল খলিল মাদবর, সাং- খয়াসপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category