নিজস্ব প্রতিবেদক (কে এস ইসলাম)
রাজধানীর ডেমরা থানাধীন টেংরা এলাকায় একটি বাসায় শম্পা আক্তার (২১) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে পাঁচটার দিকে অচেতন অবস্থা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোঃ আনিসুর রহমান জানান, আমার ভাতিজি শম্পা ফজিলাতুন্নেছা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমার ভাতিজি খুব মেধাবী শিক্ষার্থী ছিল কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। ওদের নিজ বাসা ঢাকার ডেমরার ট্যাংরা এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের কন্যা। নিহত সম্পা পাঁচ পাঁচ বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।