শিরোনাম :
মেডিকেল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি থানার সামনে ছুরিকাঘাতে পোশাক শ্রমিকে মৃত্যু বিদ্যুতের পোলে ওয়াইফাইয়ের তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় (যুদ্ধপরাধী) এক কয়েদির মৃত্যু হয়েছে বাবার মৃত্যুর ৫ দিন পরে ছেলে তানভীর না ফেরার দেশে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক শিল্প মন্ত্রীর চিকিৎসাধীন মৃত্যু দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু গেন্ডারিয়ার দয়াগঞ্জে গলায় ফাঁস দিয়ে সেনেটারি মিস্ত্রির আত্মহত্যা ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত কেরানীগঞ্জের মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ র‌্যাব-৪ এর অভিযানে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক ( কে এস ইসলাম) / ৭৮ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক (কে এস ইসলাম)

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

ঢাকার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় এক দোকান কর্মচারী মোঃ আল আমিন (বাবু) (২৩)নামে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।দুইজন ফায়ার কর্মী ও এক দোকান কর্মচারী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৫জনকে উদ্ধার করে নিয়ে আসলে ৪জন ফায়ার কর্মীকে জাতীয় বার্নের জরুরি বিভাগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভর্তি করা হয় ও আল-আমিনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি দেওয়া হয়।

আল-আমিনের ভাই মোঃ আকাশ জানান, আমার ভাই টঙ্গীর সাহারা মার্কেটের একটি রংয়ের দোকানে কাজ করতো বিকেলের দিকে এই ঘটনা স্বীকার হন।আমার ভাইয়ের আমরা বিয়ে ঠিক করেছিলাম দ্রুত বিয়ে হত তার আগেই আমার ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকার রতন হাওলাদারের সন্তান। বর্তমানে টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় আমরা সবাই একসঙ্গে থাকতাম। আমরা দুই ভাই এক বোন আল-আমিন ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক জানান,টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ১জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল১১টার দিকে নিবিড়পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তার মৃত্যু হয়। তার শরিরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category