নিজস্ব প্রতিবেদক (কে এস ইসলাম)
কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।
ঢাকার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় এক দোকান কর্মচারী মোঃ আল আমিন (বাবু) (২৩)নামে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।দুইজন ফায়ার কর্মী ও এক দোকান কর্মচারী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৫জনকে উদ্ধার করে নিয়ে আসলে ৪জন ফায়ার কর্মীকে জাতীয় বার্নের জরুরি বিভাগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভর্তি করা হয় ও আল-আমিনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি দেওয়া হয়।
আল-আমিনের ভাই মোঃ আকাশ জানান, আমার ভাই টঙ্গীর সাহারা মার্কেটের একটি রংয়ের দোকানে কাজ করতো বিকেলের দিকে এই ঘটনা স্বীকার হন।আমার ভাইয়ের আমরা বিয়ে ঠিক করেছিলাম দ্রুত বিয়ে হত তার আগেই আমার ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকার রতন হাওলাদারের সন্তান। বর্তমানে টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় আমরা সবাই একসঙ্গে থাকতাম। আমরা দুই ভাই এক বোন আল-আমিন ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক জানান,টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ১জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল১১টার দিকে নিবিড়পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তার মৃত্যু হয়। তার শরিরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।